ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার, ১২ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার, ১২ জনের নামে মামলা

ময়মনসিংহ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার করায় ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এতে ১২ জনকে আসামি করা হয়।

   

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের মধ্যে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- খাইরুল ইসলাম ও ফারুক আহম্মেদ। বাকি ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।  

এদিন সন্ধ্যা ৭টায় মামলার বাদী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বাংলানিউজকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।    

তিনি বাংলানিউজকে জানান, আসামিরা বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ নানা ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় আমি মর্মাহত হয়ে আদালতে মামলা দায়ের করেছি।    

এ সময় সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক বজলুর রহমান অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলেও জানান মামলার বাদী।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুব আলম মামুন। এতে সহযোগিতা করেন অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, শফিকুল ইসলাম, এবিএম নুরুজ্জামান খোকন, মফিজ উদ্দিন মণ্ডল, মোজাক্কির হোসেন, স্বপন কুমার সরকার, মোজাম্মেল হকসহ প্রায় এক ডজন আইনজীবী।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।