নীলফামারী: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিনসহ চারজনের নামে সমন জারি করেছে সাইবার ট্রাইব্যুনাল। তাদের আগামী ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।
ওই মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন- সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও অনিবন্ধিত অনলাইন ভিশন টিভি চ্যানেলের চেয়ারম্যান দিলনেওয়াজ খান, অনিবন্ধিত অনলাইন টিভি চ্যানেল এপিএন সংবাদ চ্যানেল ২৪ এর চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এবং রফসান চৌধুরী। তাদের সবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়।
মামলার বাদী রংপুর থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোতালেব হোসেন হক।
এ বিষয়ে বুধবার (৩০ আগস্ট) সকালে মোবাইল ফোনে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মামলা হয়েছে জানি, তবে কোনো সমন এখনো হাতে পাইনি।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
আরএ