ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসভবন ভাঙচুর-আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসভবন ভাঙচুর-আগুন

কিশোরগঞ্জ: ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকার আবদুল হামিদের বাসভবনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকার সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে যান শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় প্রথমে বাসভবনটিতে ভাঙচুর চালানো হয়। এরপর সেখানে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাসভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।  

এদিকে রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়টি এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে কার্যালয়টিতে কয়েকদফা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়াও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।  

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।