ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় যাবজ্জীবন, ১২ বছর পর আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
মাদক মামলায় যাবজ্জীবন, ১২ বছর পর আসামি গ্রেপ্তার গ্রেপ্তার জাহিদ হাসান

বরিশাল: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ১২ বছর পর মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে বরিশালের উজিরপুরে মডেল থানার পুলিশ।

র‌্যাব-৪ এর সহায়তায় মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই মো. রাকিবুল ইসলাম।

গ্রেপ্তার জাহিদ হাসান ব‌রিশা‌লের উজিরপুর উপজেলার পাথুনিয়াকাঁঠি গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।

উজিরপুর মডেল থানার এসআই মো. রাকিবুল ইসলাম জানান, ২০১০ সালের রামপুরা থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার আগে থেকে পলাতক আসামি জাহিদ হাসান উজিরপুর উপজেলার বাসিন্দা। তাই তার গ্রেপ্তারি পরোয়ানা উজিরপুর থানায় এসেছে।

এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি জাহিদ হাসান মানিকগঞ্জ এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৪ এর সহায়তায় মানিকগঞ্জ থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ আগস্ট) তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।