ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নারী কবরস্থান থেকে ৪ কঙ্কাল উধাও!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
নারী কবরস্থান থেকে ৪ কঙ্কাল উধাও!

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি সরকারি মহিলা কবরস্থানের কবর থেকে চারটি নারী মানবদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা।  

এরআগে, সকালে ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি মহিলা কবরস্থানে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, কবরস্থানটির এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা দেড় বছর আগে মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। মৃত্যুর পর থেকেই প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন মাহমুদা। প্রতি শুক্রবারের ন্যায় আজও আসলে তিনি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে আরও চারটি কবর খুড়ে কঙ্কাল চুরি নজরে আসলে ওই নারী স্থানীয়দের খবর দেন।

কবরস্থানের খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে পাঁচ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। এছাড়া আমরা থানায় এসেছি বিষয়টি অবিহিত করতে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের কাছে জানতে পারি পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে চারটি কঙ্কাল চুরির সত্যতা পাই। এছাড়া এক জোড়া জুতা পাওয়া গেছে সেখান থেকে। এ বিষয়ে কবরস্থান কর্তৃপক্ষ মামলা করলে আমরা ব্যবস্থা নেব।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।