ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চিংড়ি চাষিদের বিমার আওতায় আনা হবে: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
চিংড়ি চাষিদের বিমার আওতায় আনা হবে: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক

বাগেরহাট: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম বলেছেন, কিন্তু চিংড়ি চাষিরা বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। চিংড়ি চাষিদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে তাদের বীমা সুবিধার আওতায় আনা হবে।

 

শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের পশ্চিম পাশের ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনীতির জন্য চিংড়ি চাষ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চিংড়ি চাষিরা বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। চিংড়ি চাষিদের স্বার্থ রক্ষায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে চিংড়ি চাষিদেরকে বীমা সুবিধার আওতায় আনা হবে।  

পোনা অবমুক্ত করার সময় মৎস্য অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এদিন ঘোড়া দিঘিতে রুই, কাতলা, মৃগেল, শিং, গলদা চিংড়ি ও টেংরা মাছের একশ কেজি পোনা অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।