ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে যমুনাসহ ৩টি নদীর পানি বিপৎসীমার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
টাঙ্গাইলে যমুনাসহ ৩টি নদীর পানি বিপৎসীমার ওপরে

টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলার সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে শনিবার (২ আগস্ট) যমুনাসহ জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামে শনিবার ভোর থেকে যমুনা নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব গ্রাম বন্যাকবলিত হয়ে পড়বে।  

কষ্টাপাড়া গ্রামের লাবনী ঘোষ বাংলানিউজকে বলেন, সকালে ঘুম থেকে উঠে পানি দেখতে পাই। উঠানে পানি ওঠায় আমরা বিপাকে পড়েছি। যেভাবে পানি বাড়ছে, তাতে বিকেলের পর নৌকা নিয়ে চলাচল করতে হবে। পানি বৃদ্ধি পাওয়ায় ধর্মীয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ রয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকার চর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, আগামী ৬ আগস্ট পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন নদ-নদীর পানি বাড়বে। তারপর থেকে পানি কমতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।