ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: ১০ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অহিদুল ইসলামের (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানার হাপানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাদক মামলার আসামি অহিদুল ইসলামকে হাপানিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।