ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এলাকায় মশার ওষুধ দেন, টাকা আমি দেবো: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এলাকায় মশার ওষুধ দেন, টাকা আমি দেবো: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারাকে নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, ‘নাসিকের ৫ নম্বর ওয়ার্ডে মশার ওষুধ দেন, এটা ডেঙ্গুর রেড জোন হয়ে গেছে। টাকা বা ফগার মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেবো।

এটা রেড জোনে পরিণত হয়েছে। ফগার মেশিন দরকার হলে নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আনোয়ার চাচা, কাউন্সিলর বাদলের থেকে নেন। সব মেশিন নিয়ে এসে এখানে লাগান। ’

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, দেশের কোনো জায়গায় এতো ডেঙ্গুতে আক্রান্ত হয় নাই, এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আনোয়ার ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, সরকারি তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ, মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পি ও তপন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা খন্দকার মানিক মাস্টার, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ ব্যাপারী, শ্রমিক লীগ নেতা কবির হোসেন, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।