ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমতে শুরু করেছে জামালপুরের যমুনা নদীর পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
কমতে শুরু করেছে জামালপুরের যমুনা নদীর পানি

জামালপুর: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে জামালপুরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। গত দুই দিন পানি বেড়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ইতোমধ্যে তা কমতে শুরু করেছে।

 

রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান এ তথ্য জানান।  

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পানি ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল শনিবার পর্যন্ত ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এতে কয়েকটি উপজেলার নিচু অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।  

জানা গেছে, জেলার ২ উপজেলার ১৭টি ইউনিয়নের ৯৮৩০টি পরিবারের ৪২ হাজার ৪২০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।