ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৪ মুদি দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৪ মুদি দোকানিকে জরিমানা

নাটোর: নাটোরের নলডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল বিক্রি ও সংরক্ষণের দায়ে ৪ মুদি ব্যবসায়ীকে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটুল-হাপানিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান।

 

অর্থদণ্ডপ্রাপ্ত চার মুদি ব্যবসায়ী হলেন-পানিয়া বাজার এলাকার আশিষ কুমার, বন্ধন কুমার, দেবাশিষ কুমার ও বিপুল মনি। এদের মধ্যে আশিষ কুমারকে সাড়ে ৩ হাজার টাকা, বন্ধনকে ৭ হাজার টাকা, দেবাশিষকে সাড়ে ৩ হাজার টাকা ও বিপুল মনিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পাটুল-হাপানিয়া বাজারে বিভিন্ন মুদি ও পাইকারি দোকানে মেয়াদোত্তীর্ণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল বিক্রি করা হচ্ছে। পরে রোববার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে ৪টি মুদি দোকানে এসব মেয়াদোত্তীর্ণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল পাওয়া যায়।

এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় মোট ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি এ বিষয়ে সচেতন করা হয়, যেন পুনরায় তারা এসব ক্ষতিকর মালামাল বিক্রি না করেন।  

তিনি বলেন, অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহায়ক ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।