ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভবনের ছাদে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
ভবনের ছাদে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলায় ভবনের ছাদে গাঁজা গাছ চাষ করার অভিযোগে বাড়ির কেয়ারটেকার সিরাজুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এরআগে, রোববার রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মন কাজী বাড়ির মৃত মহরম আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাড়ির মালিক আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে বাড়িতে থাকেন না। কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির সবকিছু দেখাশুনা করতেন। ভবনের মালিক ও তার পরিবারের অনুপস্থিতিতে তিনি ভবনের ছাদে গাঁজা চাষ করছিলেন।

অধিদপ্তর আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ভবনের দ্বিতীয় তলার ছাদে চাষ করা একটি গাঁজা গাছ জব্দ করে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গাছটির দৈর্ঘ্য তিন ফুট। শাখা-প্রশাখা ও মূলসহ এর ওজন ২৭০ গ্রাম।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।