সিরাজগঞ্জ: উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করতে নদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু দর্শকের ভিড় ছিল লক্ষণীয়।
শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নৌকাবাইচে বিভিন্ন এলাকার ১২টি নৌকা অংশ নেয়।
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মানিকতরী প্রথম স্থান অধিকার করে। রানার আপ হয় একই উপজেলার গাবসারা এলাকার একতা এক্সপ্রেস।
শেষে অতিথিরা বিজয়ী প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি মোটরসাইকেল ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী সাগর তরীর হাতে একটি এলইডি টিভি উপহার হিসেবে তুলে দেন।
নৌকাবাইচে এক সভায় শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গোলাম হোসেন শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। তিনি ভিডিও কনফারেন্সের (ভার্চ্যুয়ালি) মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসআরএস