ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’, মন্ত্রিসভায় অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা: প্রতি বছর ৫ অক্টোবরকে ‘জাতীয় শিক্ষক দিবস’ এর পরিবর্তে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে উদযাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে এটিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।


 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৪ সেপ্টেম্বর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ অনুমোদনের কথা জানান।

সভায় ফেনী জেলার সোনাগাজীতে সরকারি মালিকানাধীন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) এবং জাপানের মারুবিনি করপোরেশনের যৌথ উদ্যোগে ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড শিরোনামে জয়েন ভেঞ্চার এগ্রিমেন্ট (জেভিএ) গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

একইসঙ্গে মন্ত্রিসভা বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সই হওয়া বিমসটেক কনভেনশন অন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটার্স অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ও জর্ডানের মধ্যে কো-অপারেশন ইন দ্য ফিল্ড অব ম্যানপাওয়ার বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের  প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
এমআইএইচ/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।