ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
সিরাজগঞ্জে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

সিরাজগঞ্জ: ইন্টার্নশিপ বহাল, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ ও চার দফা দাবিতে সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন এবং ছাত্র ধর্মঘট চলছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকে ক্লাস বর্জন করে সিরাজগঞ্জ ম্যাটস প্রাঙ্গণে ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের নতুন কারিকুলাম দেওয়া হয়। ওই কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাতিল করা হয়েছে। এতে করে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে আমরা
বঞ্চিত হবো।

তারা আরও বলেন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) অনুযায়ী, উচ্চশিক্ষার সুযোগ আজও বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশে অন্যান্য সব ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের নিয়োগ বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১০০৮ বাংলা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।