ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় বিউটি খাতুন (৩২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিউটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বাংলানিউজকে জানান, ভোগড়া বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বিউটি। সকালে কাজে যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে হেঁটে ঢাকা-বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী বাসের নতুন চেসিসের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিউটি মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।