ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিতরণ

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।

এতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) খুলনা বিভাগে পুরস্কার পান সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান, খুলনা ও মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপ-পরিচালক রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।