ঢাকা: ঢাকায় ব্রাজিলের ২০১তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ উপলক্ষে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকার ব্রাজিল দূতাবাস আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এতে স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আগামী দিনে বাংলাদেশ ও ব্রাজিলের সম্পর্ক আরো গভীর ও সুদৃঢ় করার প্রত্যাশা জানান। এ সময় দুদেশের মধ্যে ভবিষ্যতে ব্যবসা, বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
অভ্যর্থনা অনুষ্ঠানে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, ব্রাজিল এক সময় পর্তুগিজ উপনিবেশ ছিল। ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর পর্তুগালের কাছ থেকে ব্রাজিল স্বাধীনতা লাভ করে। সেই সময় থেকে ব্রাজিলের অধিবাসীরা প্রতি বছরের ৭ সেপ্টেম্বর স্বাধীনতা দিবস উদযাপন করে থাকেন।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
টিআর/আরবি