ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সোনারগাঁয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সোনারগাঁ থানা। ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মুকবিল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. সুরুজ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে জাকির হোসেনের নেতৃত্বে শাহজালাল, হোসেন আলী, বাদল, ইউনুস, মেহেদুলসহ ১০-১২ জনের একটি দল সুরুজ মিয়ার জমিতে রোপণ করা গাছ জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সুরুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর ও মুকবিল হোসেন বাধা দেয়। এ সময় তাদের পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে ভগ্নিপতি ফরিদ হোসেন ও বোন রেশমা আক্তার এগিয়ে গেলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাক্তকভাবে জখম করা হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মুকবিল হোসেন বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে আমার বাবা বিরোধপূর্ণ জমিটি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি এ জমি জাকির হোসেন ও তার ভাইয়ের দাবি করেন। জমির কাগজপত্র নিয়ে সালিশি বৈঠকে বসতে বললে তারা মানতে নারাজ। জোরপূর্বক দলবল নিয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করেন।

অভিযুক্ত জাকির হোসেন বলেন, সুরুজ মিয়া আমাদের জমিটি দখল করে রেখেছেন। আপনার কাছে জমির কোনো প্রমাণ আছে কিনা প্রশ্নের জবাবে উত্তর দেননি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।