ঢাকা: চলমান সরকারবিরোধী আন্দোলনরত ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত হলো ফারুক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানান।
তিনি বলেন, চলমান এক দফার আন্দোলনে আগামী ৯ সেপ্টেম্বর গণমিছিলে বাংলাদেশ লেবার পার্টিকে ১২ দলীয় জোটের কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
এক আগে বুধবার (৬ সেপ্টেম্বর) ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জোটের সংশ্লিষ্ট সব দলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লেবার পার্টিকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
টিএ/এএটি