ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

১২ দলীয় জোটভুক্ত হলো ফারুক রহমানের নেতৃত্বাধীন লেবার পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
১২ দলীয় জোটভুক্ত হলো ফারুক রহমানের নেতৃত্বাধীন লেবার পার্টি

ঢাকা: চলমান সরকারবিরোধী আন্দোলনরত ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত হলো ফারুক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানান।

তিনি বলেন, চলমান এক দফার আন্দোলনে আগামী ৯ সেপ্টেম্বর গণমিছিলে বাংলাদেশ লেবার পার্টিকে ১২ দলীয় জোটের কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

এক আগে বুধবার (৬ সেপ্টেম্বর) ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জোটের সংশ্লিষ্ট সব দলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লেবার পার্টিকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।