ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ধর্ষণ মামলা, মানিকগঞ্জের পৌর কাউন্সিলর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
সাভারে ধর্ষণ মামলা, মানিকগঞ্জের পৌর কাউন্সিলর গ্রেপ্তার

সাভার (ঢাকা): ঢাকার সাভারে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ সরকারকে (৪৫) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহফুজ সরকার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, মাহফুজ সরকারের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে ৩৫ বছর বয়সী এক নারী বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত মাহফুজ সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার বলেন, মাহফুজ সরকার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটি এখনও আমি জানি না। তবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।