ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগুনে ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকরা পেলেন যুবলীগের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আগুনে ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকরা পেলেন যুবলীগের সহায়তা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় আগুনে ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের সহায়তা দিয়েছে থানা যুবলীগ।

রোববার (০৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে ১৫ জন ভুক্তভোগী পোশাক শ্রমিকের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এর আগে শনিবার (০৮ সেপ্টেম্বর) রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় পোশাক শ্রমিকদের ১৫টি ঘর। তবে এতে কোনো হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভেতর পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার টাকা তুলে দেন থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। তার সঙ্গে উপস্থিত ছিলেন নেতা-কর্মীরা।

সহায়তা পাওয়া পোশাক শ্রমিক দীপ্তি রানী বাংলানিউজকে বলেন, রাতে আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে। কারখানায় যে কাজ করতে যাওয়ার জন্য পরে যাওয়ার মতো পোশাকও নেই। রান্নার ব্যবস্থা নেই। এই টাকা দিয়ে কিছু কাপড় ও রান্না করার জন্য জিনিসপত্র কিনবো।

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমার এই আর্থিক সহায়তা কিছুটা হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাজে আসবে। তাদের ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। তারা যে কারখানায় কাজ করেন সেই কারখানায় কাজে যাওয়ার মতো অবস্থাতেও তারা নেই। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।