ঢাকা: অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়েছে পাঁচটি শ্রমিক সংগঠন।
রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এবং বাংলাদেশ গার্মেন্ট ও টেক্সটাইল শ্রমিক লীগ।
সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ এবং পাকিস্তান আমলের ইংরেজি ভাষায় প্রণীত আইন যুগোপযোগী ও বাংলা ভাষায় প্রণয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নামে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ের নাম করে অত্যাবশ্যকীয় পরিষেবা বিলটি আনা হলেও মূলত বিলটি শ্রমিক স্বার্থের পরিপন্থি ও অগণতান্ত্রিক।
তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের সংবিধান, শ্রম আইন ও আইএলও কনভেনশন ৮৭, ৯৮, ১৫২ অনুসারে শ্রমজীবীরা স্বাধীনভাবে সংগঠন, দাবিনামা পেশ বা উত্থাপন, যুক্তিযুক্ত দাবি দাওয়া আদায় ধর্মঘট করার অধিকার রাখে। জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩-এর সংজ্ঞায় ১২ ধরনের ব্যক্তি মালিকানাধীন এবং ৬ ধরনের সরকারি-সরকারি মালিকানাধীন বা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের ধর্মঘট বন্ধ করা হয়েছে।
এ সময় বক্তারা শ্রমিক স্বার্থের পরিপন্থি অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ সংসদে উত্থাপন করায় ক্ষোভ প্রকাশ করে এ বিল প্রত্যাহারের দাবি জানান।
শ্রমিক নেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও বাবুল আখতারের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা জেডএম কামরুল আনাম, নুরুল ইসলাম, লাভলী ইয়াছমিন, সালাউদ্দিন স্বপন, রুহুল আমিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
সমাবেশ শেষে তারা শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বরাবর স্মারকলিপি দিতে যান।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসসি/আরবি