ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে সিটির ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ইন্তেকাল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
বরিশালে সিটির ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ইন্তেকাল  আনিছুর রহমান দুলাল মৃধা

বরিশাল: আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি মা, স্ত্রী, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ এশা বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে নিজ কার্যালয়ের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বরিশাল মারকাজ জামে মসজিদ গোরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার জানিয়েছেন।

গতবছর তার ক্লোন ক্যানসার ধরা পড়ে। এরপরে ঢাকা এবং ভারতের হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।  

এদিকে কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আনিছুর রহমান দুলাল ২২ নম্বর ওয়ার্ড থেকে ২০২৩ সালের বিসিসি নির্বাচনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি তার দীর্য ৪৫ বছরের রাজনৈতিক জীবনে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সদস্য ও বাকসুর সাবেক সাহিত্য সম্পাদকসহ বহু পদের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।