ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

৬ দফা দাবিতে বেসরকারি জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
৬ দফা দাবিতে বেসরকারি জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনা: খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন, আফিল, সোনালী, অ্যাজাক্স, জুট স্পিনার্সসহ বন্ধকৃত সব মিল চালু ও শ্রম আইন মোতাবেক শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ি গেটে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়।

বিভিন্ন জুট মিলের শ্রমিকরা ফুলবাড়ি গেট জনতা মার্কেটের সামনে জড়ো হয়ে মিছিল সহকারে জনতা মার্কেট থেকে ফুলবাড়ি গেট রেললাইনের ওপর অবস্থান করেন শ্রমিকরা। সেখানে এক ঘণ্টা অবস্থান শেষে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ি গেটের জনতা মার্কেটের সামনে রাজপথ অবরোধ করলে শ্রমিকরা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, মো. বাবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকের দাবি আদায়ে আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকের পাওনা পরিশোধের আগ পর্যন্ত মিল থেকে কোনো মালামাল বের হবে না। তারপরও মিলের মালামাল রাতের আঁধারে বের করা হচ্ছে। মহসেন জুট মিলের শ্রমিকরা নয় বছর অতিবাহিত হলেও তাদের চূড়ান্ত পাওনা আজও পায়নি। শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক নেতা মোস্তাফিজের নামে মিথ্যা মামলা দায়ের করেছে মালিক কর্তৃপক্ষ। সোনালী, অ্যাজাক্স ও আফিল জুট মিলের শ্রমিকদের একই অবস্থা। মিল মালিকরা মিল দেখিয়ে কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে আসে সে টাকা অন্য খাতে ব্যয় করে। আর শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে রাজপথে নামতে হচ্ছে। শ্রমিকরা ধুকে ধুকে না মরার চেয়ে একবারেই মরতে চায়। এ সময় বিভিন্ন মিল মালিকের সঙ্গে যে-সব শ্রমিক নেতারা আঁতাত করে চলছে তাদেরও তীব্র সমালোচনা করেন বক্তারা। এছাড়া শ্রমিক ঠকানো মালিকদের চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চলতি সপ্তাহের ভেতর শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে আগামী ১৫ সেপ্টেম্বর ফুলবাড়ি গেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা ও ১৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুলবাড়ি গেটে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।