চাঁদপুর: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, শেখ হাসিনার সরকার নারী জাতিকে যথাযথ সম্মান দিয়েছে এবং নারীদের ভাগ্যের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আপনারা শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো মানুষের মাঝে তুলে ধরবেন।
এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার লক্ষ্যে কাজ করবেন।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ফলে মতলব উত্তরে সুফল ভোগীদের আয় বেড়ে দারিদ্র্যমুক্ত হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার দরিদ্র ও হতদরিদ্র পরিবার।
রুহুল বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে সরকার একদিকে গ্রামীণ জনগোষ্ঠীকে যেমন সুসংগঠিত করছে। অন্যদিকে সঞ্চয়ের উৎসাহ দিয়ে সদস্যদের যুব উন্নয়নের মাধ্যমে কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্মকর্ম সংস্থানের সৃষ্টি করে স্বাবলম্বী হতে সহায়তা করছেন। উপজেলার প্রতিটি সদস্যকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং মতলবকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত গড়তে বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার মেয়র মো. আরিফ উল্লাহ সরকার ও পল্লী সঞ্চয় ব্যাংক আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ শরিয়ত উল্লাহ সায়েম।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মো. আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন, গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা প্রধান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদ সদস্য মো. আলা উদ্দিন, মহিলা সদস্য তাছলিমা আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি দেওয়ান জহির, পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগী ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আরএ