ঢাকা: অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে পোশাকশ্রমিক আন্দোলনের জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে এবং গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, চিকিৎসক হারুনুর রশীদ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এফ এম আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শামীম ইমাম, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা প্রদীপ রায়, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মানিক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে মজুরি বোর্ডের ৫ মাস অতিবাহিত হয়েছে। শ্রম আইন অনুযায়ী মজুরি বোর্ডের মেয়াদ ৬ মাস। ৫ মাস পার হলেও এখন পর্যন্ত মজুরি বোর্ড কোন প্রস্তাবনা হাজির করেনি।
বক্তারা বলেন, ৫ মাস অতিবাহিত হয়েছে গতকাল ৯ সেপ্টেম্বর অথচ মজুরি বোর্ড এখনো কোনো প্রস্তবনা হাজির করেনি। দেশের শীর্ষ রপ্তানি খাত পোশাকখাত বর্তমানে ইউরোপ-আমেরিকার বাজারে রপ্তানিতে শীর্ষে। অথচ বাংলাদেশের পোশাকশ্রমিকরা সারা দুনিয়ায় মজুরিতে সবচেয়ে পিছিয়ে। মাত্র ৮০০০ টাকা মজুরিতে দেশের মজুররা হয়েছে দুনিয়ার স্বস্তা মজুর।
শ্রমিক নেতারা আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীন-ভিয়েতনামকে ফেলে ১৩৩ কোটি কেজি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। অন্যদিকে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজারেও চীন-ভিয়েতনামকে পিছে ফেলে প্রবৃদ্ধিতে ৩৬.৩৮ শতাংশ বৃদ্ধি নিয়ে এগিয়ে আছে। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে শীর্ষ ১০ দেশ থেকে রপ্তানি হয়, বাংলাদেশ তার মধ্যে এগিয়ে। এমনকি ডেনিম রপ্তানিতে বাংলাদেশ সামনে।
বক্তারা আরও যুক্ত করেন, গত বছরের তুলনায় বাংলাদেশে পোশাক রপ্তানির মোট ১০% বেশি বৃদ্ধিতে আছে। সার্বিক পরিস্থিতিতে স্পষ্ট মালিকদের আয় বাড়ছে। কিন্তু শ্রমিকদের আয় ৫ বছর ধরে একই জায়গায় আটকে আছে। বর্তমান বাজারে পোশাকশ্রমিকসহ জনগণের বেঁচে থাকা দায়। এই অবস্থায় কালক্ষেপণ না করে ২৫ হাজার টাকার প্রস্তাবনা দ্রুত কার্যকর করার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি ঘনীভূত হচ্ছে। এই সময়ে মজুরি নির্ধারণে দীর্ঘসূত্রিতা শ্রমিকের জীবনকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমিকদের লাম-সাম মজুরি ধরিয়ে দেবার অপচেষ্টা শ্রমিকরা কোনোভাবেই মেনে নেবে না।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমজেএফ