ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

ঢাকা: ছাত্রলীগ নেতাকে মারধর পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে গিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।  

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ডিএমপির সদরদপ্তরে যান সাদ্দাম।

 বৈঠকটি পূর্ব নির্ধারিত বলে জানা গেছে। তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। এ ঘটনায় রোববার (১০ সেপ্টেম্বর) এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।