ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন জব্দ, ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন জব্দ, ২ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ছয় হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পাঠাননগর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

 

র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ছয় হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুইজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ