নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ছয় হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পাঠাননগর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ছয় হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুইজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এমআরপি/এএটি