ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
নীলফামারীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

নীলফামারী: নীলফামারীর ডিমলায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মো. তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।  

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়া থেকে র‌্যাব-১৩ সিপিসি- ২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিচ্চি লিটনকে আটক করে।

 

পিচ্চি লিটন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মৃত আমিনুর রহমানের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়ায় অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে অস্ত্র ও গুলিসহ পিচ্চি লিটনকে আটক করা হয়। তিনি ওই অস্ত্র দিয়ে ছিনতাই এবং বিভিন্ন নাশকতার কাজে ব্যবহার করতেন।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।