ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তথ্যমন্ত্রীর সেলফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, সেপ্টেম্বর ১১, ২০২৩
ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তথ্যমন্ত্রীর সেলফি

ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঢাকা ছাড়ার আগে তার সঙ্গে সেলফি তুলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।  

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তুরাগ নদীতে নৌকা ভ্রমণ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট হাছান মাহমুদের সঙ্গে সেলফিতে অংশ নেন।

এ সময় মন্ত্রীকে সেলফি তুলতে প্রেসিডেন্ট নিজে সাহায্য করেন।

সেলফিতে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। এমানুয়েল ম্যাক্রোঁর আসা থেকে বিদায়সহ সব অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী।  

দুদিনের সফরে রোববার সন্ধ্যায় এসে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাষ্ট্রীয় নৈশভোজের পর রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সঙ্গীতালয়ে যান।  

সোমবার সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।