ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় নিখোঁজের ৮ ঘণ্টা পর জান্নাতি খাতুন (৬) বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে শৈলকূপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতি খাতুন উপজেলার বাগুটিয়া গ্রামের খোকন ভুঁইয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় জান্নাতি খাতুন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামের প্রায় সবখানে খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি তাকে। পরে রাত ৯টার দিকে হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। শিশু জান্নাতির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথায় হত্যা করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আদরের একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা স্বপ্না খাতুন। সন্তানের মরদেহের পাশে বসে কান্নায় ভেঙ্গে পড়েছেন তিনি। আর মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা খোকন ভূইয়া। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর।

শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।