ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের পিলার ধসে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের পিলার ধসে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের পিলার ধসে মো. আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় এ ঘটনা ঘটেছে।

 

নিহত শিশু ওই এলাকার শরিফুলের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, নির্মাণাধীন ১০তলা ভবনের ৮ তলার পিলার ধসে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।  

তিনি আরও জানান, শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।