ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২ হাজার ৮১৭টি ইয়াবা ট্যাবলেট, ৫৯ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৯৮ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অভিযুক্তদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমএমআই/এফআর