ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে কৃষককে হত্যার ঘটনায় দুই ভাই গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
সোনাগাজীতে কৃষককে হত্যার ঘটনায় দুই ভাই গ্রেপ্তার

ফেনী: ফেনীর সোনাগাজীতে কৃষক নূরুল হক লিটনকে হত্যার ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন চৌধুরী ও তার ভাই দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ভাই উপজেলার চরদরবেশ ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে।  

পুলিশ জানায়, জমি থেকে ধানের চারা তোলার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর দুপুরে চা দোকানের সামনে শাবল দিয়ে পিটিয়ে কৃষক নূরুল হক লিটনকে গুরুতর আহত করে একই গ্রামের আনোয়ার হোসেন চৌধুরী। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রামের একটি হাসপাতালে গত ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি।  

এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় আনোয়ার হোসেন চৌধুরী, তার ভাই দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।