ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারে লাগা ভয়াবহ আগুন পৌনে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ও ১৩৭ জন কর্মী।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ২৫ মিনিটে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নির্বাপণে এখনো আমাদের টিম কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সংস্থাটির সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। পরিস্থিতি খারাপ হতে থাকায় ধাপে ধাপে আরও ১০টি ইউনিট আগেরগুলোর সঙ্গে যোগ দেয়। তাদের সহায়তায় পরবর্তীতে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল যুক্ত করা হয়।

তা ছাড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র‌্যাব, বিজিবি এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটে ওপর থেকে পানি ছিটানো হয়।

আগুনের ঘটনায় ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।