ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকূপায় বাসের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
শৈলকূপায় বাসের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আলমসাধুর দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন জন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে গাড়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হচ্ছেন হরিনাকুণ্ডু উপজেলার আক্কাচ আলীর ছেলে খোকন হোসেন (৪০)। এছাড়া অপর নিহত ও আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় মুক্তার হোসেন জোয়ার্দ্দার জানান, ঝিনাইদহ থেকে একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে ওই স্থানে পৌঁছালে বাসটি ঝিনাইদহগামী ইঞ্জিন চালিত একটি আলমসাধুকে (তিন চাকার যানবাহন) ধাক্কা দেয়।   এতে ঘটনাস্থলে খোকনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। পরে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আরও একজনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।