ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধরা পড়লেন লক্ষ্মীপুরের মেম্বার হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
ধরা পড়লেন লক্ষ্মীপুরের মেম্বার হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল খান জয়কে (২৫) র‌্যাবের হাতে ধরা পড়েছেন।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দত্তপাড়া থেকে তাকে ধরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, খোরশেদ আলম মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ছিলেন। তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও ছিলেন। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে দত্তপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের একটি দোকানে মিরন আড্ডা দিচ্ছিলেন। তখন কয়েকজন সেখানে গিয়ে মিরনকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী তাহমিনা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফয়সাল খান জয়সহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তাদের মধ্যে পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে র‍্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল খান জয়কে ধরে র‌্যাব। আসামিকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।