ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ফার্মাসিউটিক্যালস গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
টঙ্গীতে ফার্মাসিউটিক্যালস গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: টঙ্গী চেরাগ আলী কাঁঠালবাড়ি এলাকায় ফার্মাসিউটিক্যালস গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রোববার (১৭ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টঙ্গী চেরাগ আলী কাঁঠালবাড়ি এলাকায় এস কে এফ ফার্মাসিটিউক্যালস গোডাউনে লাগা আগুন ৩টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণ করা হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানা যাবে।

এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এরআগে, বেলা ১২টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

আরও পড়ুন: টঙ্গীতে ফার্মাসিউটিক্যালস গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।