ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বিজিবির অভিযানে ১৯ কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
বিজিবির অভিযানে ১৯ কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক

পঞ্চগড়: জেলায় অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা (নীলফামারী ৫৬)। স্বর্ণগুলোর ওজন ১৯ দশমিক ৩০৩ কেজি।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরের হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে ঘাগড়া বিওপির টহল দল স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটকের পর দুপুরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক জুয়েল একই ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী ননী গোপাল পালের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫/৪-এস থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়েলকে ১৯টি স্বর্ণের বারসহ আটক করা হয়। এ সময় স্বর্ণের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং বাংলাদেশি ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণসহ মালামালের মূল্য প্রায় ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।