ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

লালমনিরহাট: ভুল চিকিৎসায় গরু মেরে ফেলার অভিযোগে জয়দেব চন্দ্র রায় নামে এক পল্লী চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

সাজাপ্রাপ্ত চিকিৎসক জয়দেব চন্দ্র রায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর এলাকার মনিন্দ্র নাথ রায়ের ছেলে। পরে তাকে লালমনিরহাট কারাগারে পাঠায় কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কিসামত দলগ্রাম এলাকার ক্ষুদ্র খামারি রবীন্দ্রনাথ বর্মার তিনটি গাভির মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গাভি গর্ভবতী হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) সেই গাভির বাচ্চা প্রসব করানোর জন্য পল্লী চিকিৎসক জয়দেব চন্দ্র রায় ভুল চিকিৎসা দিলে গাভিটি মারা যায়।  

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

ইউএনও জহির ইমাম অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পল্লী চিকিৎসক জয়দেব চন্দ্র রায়কে ভুল চিকিৎসা দেওয়ার অপরাধে এক মাসের সশ্রম কারাদণ্ডসহ জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম দণ্ড প্রদান করেন। একই সঙ্গে পল্লী চিকিৎসককে সহায়তা করার অপরাধে অপর একজনের পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিনে উপজেলার চাপারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনজন কীটনাশক ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও জহির ইমাম।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ভুল চিকিৎসায় মৃত গাভিটির মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা। ঘটনাটি খুবই বেদনা দায়ক।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।