ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
না.গঞ্জে বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই থানা এলাকায় বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আরশাদ গাজী ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তাররা পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।