ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি আটক

ফরিদপুর: জেলায় সালথায় হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এরশাদ মাতুব্বর (৩৪) নামে এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে র‍্যাব।

এরআগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে আটক করা হয়। এরশাদ ফরিদপুরের সালথার গৌড়দিয়া এলাকার নবাব মাতুব্বরের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হত্যা মামলাসহ তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এরশাদ শেখকে আটক করা হয়। তিনি দীর্ঘ নয় বছর ধরে পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, এলাকায় একটি হত্যাকাণ্ডের পর থেকে আসামি এরশাদ আত্মগোপনে চলে যান। আটক আগে তিনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিকশা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন। সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমাণ ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিলেন বলে জানান এ কোম্পানি কমান্ডার।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসআইএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।