ঢাকা: বর্তমান সরকারের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট’র আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
মঙ্গলবার (ফেব্রুয়ারি ১১) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান চলাকালে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় হাতিয়া থানাধীন ৬ নম্বর চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে।
পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ সময় ঘটনাস্থল থেকে মো. নবির উদ্দিন, মো. ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ), তিনটি একনলা দেশীয় বন্দুক, আটটি কার্তুজ, ২০টি ককটেল, দুটি ডেগার, তিনটি ক্রিজ ও একটি তলোয়ার জব্দ করা হয়।
অপরদিকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে পরিচালিত অভিযানে হুমায়ুন কবির ওরফে বাবুল নামক এক সন্ত্রাসীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এছাড়া মোংলা বন্দর ও দিগরাজ এলাকায় অন্য আরেকটি যৌথ অভিযানে চারজনকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় একটি দুই নলা বিদেশি বন্ধুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। যৌথবাহিনীর অভিযানগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশ অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমইউএম/আরএ