ঢাকা: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া বলেছেন, দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার বিসিআই কলেজে সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন, শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। প্রাচীন পেশাগুলোর মধ্যে অন্যতম পেশা হচ্ছে শিক্ষকতা। এজন্য মহান এ পেশার মানুষদের সুশাসন প্রতিষ্ঠায় সৎ, শিক্ষিত ও জ্ঞানী মানুষ তৈরি করতে হবে।
বিসিআই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচন ছিলেন অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যধাপক ড. এম মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএমআই/এমএম