ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ টাপেন্টাডল মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ টাপেন্টাডল মাদক উদ্ধার

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাপেন্টাডল মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরে অভিযান চালিয়ে নিষিদ্ধ এই মাদক উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।  

বুধবার রাত পৌনে ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর উপ অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল মাদক উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে। বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা সেপ্টেম্বর ২০, ২০২৩
এসজেএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।