ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাইক চালানো শিখতে গিয়ে খুঁটিতে ধাক্কা লেগে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
বাইক চালানো শিখতে গিয়ে খুঁটিতে ধাক্কা লেগে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: গাজীপুর জয়দেবপুরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সোহেল রানা (২৩) নামের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউনিয়া গ্রামের জসিম সরকারের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা ডুয়েটের আরেক শিক্ষার্থী মো. আহসান হাবিব জানান, রাতে এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন সোহেল।  সবেমাত্র মোটরসাইকেল চালানো শিখছেন সোহেল। ডুয়েটের পাশে রাস্তায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সোহেলের। এতে গুরুতর আহত হয় তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সোহলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ডুয়েটের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্র সোহেল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।