ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
ধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে মো. ইদ্রিস হাওলাদারকে (৫০) ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. দুলাল হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় যৌথ অভিযান চালায় র‌্যাব- ১০ ও র‌্যাব-৮। অভিযানে মাদারীপুর জেলার ডাসার থানায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. ইদ্রিস হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মামলার প্রধান আসামি মো. দুলাল হাওলাদারকে আশুলিয়া থানার বালুরমাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও বলেন, আসামিদের নামে মামলা হওয়ার পর থেকে তারা ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।