ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে ৪০ মিনিট বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
যান্ত্রিক ত্রুটিতে ৪০ মিনিট বন্ধ থাকার পর চালু মেট্রোরেল ফাইল ফটো

ঢাকা: যান্ত্রিক ত্রুটিতে রাজধানীর পল্লবী স্টেশনে বন্ধ হয়ে যাওয়ার ৪০ মিনিট পরে চালু হয়েছে মেট্রোরেল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) পল্লবী স্টেশনে উত্তরা থেকে আগারগাঁওমুখী ট্রেনটি বিকল অবস্থায় ছিল ৪০ মিনিট।

ট্রেনে থাকা যাত্রী মেহেরিন জাহান বলেন, বিকেল ৪টা ৬ মিনিটের দিকে উত্তরা দক্ষিণ থেকে পল্লবী যাওয়ার পথে পল্লবী স্টেশনের কাছাকাছি এসে গতি কমতে কমতে থেমে যায়। প্রায় দেড় মিনিটের মতো এ অবস্থায় থাকার পর ফের ধীরগতিতে চলে এবং পল্লবী স্টেশিনে পৌঁছায়। সেখানে ৪টা ১০ মিনিটের দিকে ঘোষণা করা হয় যে যাত্রা বিলম্বিত হবে।  ৪টা ২৮ মিনিটের দিকে ফের ঘোষণা করা হয় যা যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হবে। পরে ৪টা ৫০ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে এখনো মেট্রোরেল কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩   
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।