বেনাপোল (যশোর): বেনাপোল পৌর এলাকার ড্রেনের মধ্যে থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহটির পরিচয় পাওয়া যায় নি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় বেনাপোল পৌর গেট এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, সকালে তিনি পৌর গেট এলাকায় তার রেস্টুরেন্টে খোলার জন্য এসেছিলেন। এ সময় রেস্টুরেন্টের পাশের ড্রেনে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে ডেকে এনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্তে) ইব্রাহিম আলী জানান, স্থানীয় লোকজন তাদেরকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআইএ